২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় ছিল আপ। আর বিজেপি দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হয়েছে ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর। তারপর আর রাজধানীতে ক্ষমতায় ফিরতে পারেনি। কিন্তু, দিল্লি যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে, সেই হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে বিজেপি।


হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশে ক্ষমতায় রয়েছেই, দিল্লি জিতলে ষোলকলা পূর্ণ হবে বিজেপির
দিল্লিতে বিজেপি কর্মীদের উল্লাস


বিজেপি কর্মীদের উল্লাস। গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দেওয়া। ভোট গণনা শুরুর কয়েকঘণ্টা পর থেকেই এই চিত্র দেখা যাচ্ছে দিল্লিতে। গণনার ট্রেন্ড বলছে, ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফেরার পথে বিজেপি। আর দিল্লিতে ক্ষমতায় ফিরলে রাজধানী ও তার আশপাশের রাজ্যগুলিতে শুধু বিজেপির সরকার হবে।


২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় ছিল আপ। আর বিজেপি দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হয়েছে ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর। তারপর আর রাজধানীতে ক্ষমতায় ফিরতে পারেনি। কিন্তু, দিল্লি যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে, সেই হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে বিজেপি। কোথাও একাধিকবার সরকার গঠন করেছে। কোথাও কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতায় এসেছে।

দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা ও লোকসভা আসন রয়েছে উত্তর প্রদেশে। আর এই রাজ্যে ২০১৭ সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। হরিয়ানায় বিজেপি ক্ষমতায় রয়েছে ২০১৪ সাল থেকে। ১৯৯৮ সাল রাজস্থানে একবার বিজেপি ক্ষমতায় থেকে। পরেরবার কংগ্রেস ক্ষমতায় থেকেছে। সেই ট্রেন্ড বজায় থেকেছে ২০২৩ সালের নির্বাচনেও। ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে ক্ষমতায় ফিরেছে বিজেপি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours