ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, জাল ওষুধের চক্রে একাধিক ডিস্ট্রিবিউটর যুক্ত রয়েছে। সেই সকল ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই গোটা রাজ্যে জাল ওষুধের রমরমা। জাল ওষুধের কারবারের দায়ে গ্রেফতার আমতার করা হয়েছে হোলসেলার বাবলু মান্নাকে।
প্রেসার বাড়াচ্ছে প্রেসারের ওষুধ! প্রায় ২ কোটির জাল ওষুধ ছড়িয়েছে বাংলায়, আমতার গোডাউনে হানা দিতেই থ ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা
প্রতীকী ছবি
প্রেসারের ওষুধ অনেকেই খান। টেলমাসার্টিন খুব বহুল ব্যবহৃত ওষুধ। সেই ওষুধই জাল! হ্যাঁ এমনই ওষুধে ভর্তি বিশালাকার এক গুদামের খোঁজ মিলল বাংলার বুকেই। হাওড়ার আমতায় মিলেছে জাল ওষুধের হদিস। রক্তচাপের জাল ওষুধের সন্ধান পেল রাজ্য ড্রাগ কন্ট্রোল। এদিন জাল ওষুধের কারবারিদের ধরতে আমতায় হানা দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারপরই বড় মাপের জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস। মাত্র ২০ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত। এখনও অধরা ১ কোটি ৪৯ লক্ষ টাকার জাল ওষুধ!
সূত্রের খবর, এদিন আমতার এক হোলসেলারের গুদামে হানা দিতে কার্যত চোখ কপালে উঠে যায় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকেরা। অভিযোগ এখানেই মজুত ছিল প্রায় ২০ লক্ষ টাকার জাল ওষুধ। সবই এদিন বাজেয়াপ্ত করে ফেলা হয়। সূত্রের খবর, মোট ১ কোটি ৬৯ লক্ষ টাকার জাল ওষুধ ছড়িয়ে পড়েছে বাংলায়। কিন্তু, এর মধ্যে রক্তচাপের ওষুধ ঘিরে বড় মাপের কেলেঙ্কারি। আর গোটাটাই হয়েছে রাজ্যের অন্দরে। আমতার হোলসারের গুদামে হানা দিয়ে এই উদ্বেগজনক তথ্য পেলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা।
ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, জাল ওষুধের চক্রে একাধিক ডিস্ট্রিবিউটর যুক্ত রয়েছে। সেই সকল ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই গোটা রাজ্যে জাল ওষুধের রমরমা। জাল ওষুধের কারবারের দায়ে গ্রেফতার আমতার করা হয়েছে হোলসেলার বাবলু মান্নাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এখন নতুন কোনও তথ্য উঠে আসে কিনা, চক্রের সঙ্গে যুক্ত নতুন কোনও ব্যক্তির খোঁজ মেলে কিনা এখন সেটাই দেখার।
Post A Comment:
0 comments so far,add yours