এরপরই দলের সকল জয়ী-পরাজিত প্রার্থীদের শুভেচ্ছা জানান তিনি। তাঁর কথায়, 'প্রত্যেক আমি শুভেচ্ছা জানাই। এই গোটা নির্বাচন পর্বে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই।'
হেরে 'ভূত' আপ! পরাজয়ের পর ভিডিয়ো বার্তা 'মুখ খুললেন' কেজরীবাল
কেজরীবালের ভিডিয়ো বার্তা
নয়াদিল্লি: মাঘের শেষার্ধে দিল্লির বাড়ন্ত গরমকে আরও এক ধাপ চড়িয়ে দিল নির্বাচনী ফলাফল। বিজেপির ভোটের হার দেখে উত্তাপ বাড়ল দিল্লির রাজনৈতিক আবহাওয়ায়। ২৭ বছর পর পুনরায় দিল্লির মসনদ গেল পদ্ম শিবিরের জিম্মায়। ‘প্রতিপত্তি’ খুইয়ে অস্বস্তিতে পড়ল আপ।
এবারের বিধানসভা ভোটে হার হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। নয়া দিল্লি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মার কাছে ‘মাথা নত’ করতে হয়েছে তাঁকে। হেরেছেন কেজরীর অন্যতম রাজনৈতিক বন্ধু তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও।
উল্লেখ্য, এদিন হারের একটি দিল্লিবাসীদের জন্য বিশেষ ভিডিয়ো বার্তা দিতে দেখা যায় আপ প্রধান অরবিন্দ কেজরীবালকে। সেই ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘রাজনীতিতে ক্ষমতা দখল নয়, জনতার সেবায় এসেছিলাম। আর আজও তাতেই টিকে রয়েছি। দিল্লিবাসীরা যা রায় দিয়েছে, তা আমরা মাথা পেতে নিয়েছি। এবার থেকে একটা ভাল বিরোধী রূপে আমরা কাজে নামব।’
এরপরই দলের সকল জয়ী-পরাজিত প্রার্থীদের শুভেচ্ছা জানান তিনি। তাঁর কথায়, ‘প্রত্যেক আমি শুভেচ্ছা জানাই। এই গোটা নির্বাচন পর্বে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই।’
উল্লেখ্য, মিটেছে দিল্লির বিধানসভা নির্বাচন। রাজধানীতে আপের অন্দরে হয়েছে জোড়া ইন্দ্রপতন। জিতেছেন অতিশী মারলেনা। অনেকে বলছেন, বিধুড়ির করা ‘অপমানের বদলা’ নিয়েছেন তিনি। দিন শেষে আপের থলিতে গিয়েছে ২৩টি আসন। ভোট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.১ শতাংশ। নির্বাচনে ৪৭ আসনে জয় লাভ করেছে পদ্ম শিবির। তাদের ভোট শতাংশ দাঁড়িয়েছে ৪৭.৮ শতাংশ। অন্যদিকে, হাটট্রিক গড়েছে কংগ্রেস। ২০১৫, ২০২০ ও এরপর ২০২৫ সালেরও দিল্লি বিধানসভা নির্বাচনে শূন্যই থেকেছে ‘হাত’।
Post A Comment:
0 comments so far,add yours