এদিন মহিষাদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে তিনি বলেন, "দিল্লি আমাদের হয়েছে। ২৬-এ বাংলার পালা। মাঝে বিহারও রয়েছে।"


 দিল্লি জিততেই আরও অক্সিজেন পেলেন শুভেন্দু, ক্ষমতায় আসার আগেই বাংলাকে দিলেন বড় প্রতিশ্রুতি
শুভেন্দু অধিকারী



 দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি। আর সেই জয়কে হাতিয়ার করে বাংলায় তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে এই সরকারের চেয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বেশি দেবে। আবাস যোজনায় টাকা বেশি দেবে। দিল্লিতে ২৬ বছর পর সরকার পরিবর্তন হলে এখানেও সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি।

এদিন মহিষাদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে তিনি বলেন, “দিল্লি আমাদের হয়েছে। ২৬-এ বাংলার পালা। মাঝে বিহারও রয়েছে। এবছরের নভেম্বরে বিহারে ভোট। সেখানে আমরাই জিতব। তারপরই ২০২৬ সালের মার্চ-এপ্রিলে বাংলায় ভোট।”

বাংলায় ক্ষমতায় এলে বিজেপি কী কী পদক্ষেপ করবে, সেকথাও জানিয়ে দিলেন শুভেন্দু। তিনি বলেন, বিধবা ও বার্ধক্য ভাতা ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এখন তৃণমূল সরকার ১ হাজার টাকা করে দেয়। আবাস যোজনায় টাকা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি। বলেন, “আবাস যোজনায় এখন ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় তৃণমূল সরকার। কিন্তু, ওই টাকায় কী হয়? আমরা ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকা করে দেব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours