পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত যুবকের ওই এলাকারই বাজারে একটি দোকান রয়েছে। গত বছর দুর্গাপুজোর সময় তাঁর দোকানের পাশের দোকানে অভিযুক্ত এলাকার এক গৃহবধূকে অভিযুক্ত ব্যবসার কথা বলেন। সেই কথাবার্তা বলার জন্য গোডাউনে নিয়ে যান।


গোডাউনে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
গাইঘাটান পুলিশ স্টেশন়



ঠাকুরনগর (উত্তর ২৪ পরগনা): গোডাউনে নিয়ে গিয়ে গৃহবধূকে ঠান্ডা পানীয় খাওয়ানোর অভিযোগ। তারপর তাঁকে ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর থানা এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত যুবকের ওই এলাকারই বাজারে একটি দোকান রয়েছে। গত বছর দুর্গাপুজোর সময় তাঁর দোকানের পাশের দোকানে অভিযুক্ত এলাকার এক গৃহবধূকে ব্যবসার কথা বলেন। সেই কথাবার্তা বলার জন্য গোডাউনে নিয়ে যান। অভিযোগ, সেখানে ওই গৃহবধূকে ঠান্ডা পানীয় খাইয়ে বেহুস করে ধর্ষণ করে। এখানেই শেষ নয়, সেই সময় নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে অভিযুক্ত বলে খবর।

মহিলার আরও অভিযোগ, সেই ছবি দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে সহবাস করে। এরপর সোমবার ওই মহিলা গাইঘাটা থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযুক্ত রাজুকে গতকাল রাতে গ্রেফতার করে গাইঘাটা থানা পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।


অপরদিকে, আজ আবার গাইঘাটা থানা এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে গৃহ শিক্ষকের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শিক্ষক। তাঁকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours