মিষ্টি করে যখন প্রেমিক বা প্রেমিকা একে অপরকে বলে 'আমি তোমাকে ভালোবাসি' সেই মুহূর্ত যেন থমকে যায়। বিভিন্ন ভাষায় নানা রকম করে প্রেম নিবেদন করা যায়। আই লভ ইউ তো হামেশাই বলেন, এ বার অন্য ভাষায় প্রেম নিবেদন করে চমকে দিন আপনার পার্টনারকে।





মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু বারো মাস, ভালবাসারই মরশুম, ভালবাসারই মরশুম…

এই গানের কয়েকটা কলি বলে দেয় ভালোবাসার মরশুমের কথা। আর এই বসন্তের আকাশ বাতাস বলছে, চারিদিকে বইছে ভালোবাসার হাওয়া। এমন সময় সঙ্গীকে ভালোবাসি বলতে কে না চান! ভ্যালেন্টাইন্স উইকের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হবে প্রেম যাপনের সপ্তাহ। যা চলবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অবধি। মিষ্টি করে যখন প্রেমিক বা প্রেমিকা একে অপরকে বলে ‘আমি তোমাকে ভালোবাসি’ সেই মুহূর্ত যেন থমকে যায়। বিভিন্ন ভাষায় নানা রকম করে প্রেম নিবেদন করা যায়। আই লভ ইউ তো হামেশাই বলেন, এ বার অন্য ভাষায় প্রেম নিবেদন করে চমকে দিন আপনার পার্টনারকে।

সামনেই ভ্যালেন্টাইন্স ডে। ১৪ ফেব্রুয়ারি হাতে লাল গোলাপের তোড়া সঙ্গে একটা গিফ্ট নিয়ে পৌঁছে যান প্রেমিক/প্রেমিকার কাছে। এরপর সেই বিশেষ মুহূর্ত যখন পার্টনারকে ভালোবাসা প্রকাশ করবেন। সেই সময়টা একটু স্পেশাল বানাতে চান সকলে। নিজের মাতৃভাষা ছাড়াও অন্য ভাষায় প্রেম নিবেদন করে সঙ্গীকে চমকে দিতে চান? নিম্নে উল্লেখ করা হল, বাংলা, ইংরেজি ছাড়া অন্য কয়েকটি ভাষায় কী ভাবে পার্টনারকে বলবেন, যে তাকে কতটা ভালোবাসেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours