ফের সুন্দরবনের আজমলমারি জঙ্গল লাগোয়া এলাকায় বাঘ দর্শন
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের আজমলমারি জঙ্গল লাগোয়া এলাকায় বাঘ দর্শন। বারুইপুরের একজন পর্যটকের মোবাইল বন্দী বাঘের ছবি, বনি ক্যাম্প সংলগ্ন এলাকায় হলুদ ডরা কাটা দর্শন। জানাযায় বারুইপুর থেকে ১৮ জনের একটি দল সুন্দরবনের ঘুরতে যান। তারা কৈখালী থেকে নৌকো নিয়ে রওনা দিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে।
সেখানে আজমল মারির জঙ্গল বনি ক্যাম্প সংলগ্ন এলাকা, আর সেখানেই রয়্যাল বেঙ্গল টাইগারের এর দর্শন। নদীর যে খাড়ি রয়েছে, সেই খাড়ির পাশ দিয়ে রাজার হালে রয়্যাল বেঙ্গল টাইগার হেঁটে যাওয়ার ছবি ক্যামেরা বন্দি হয়েছে। এই শীতের শেষ সময়টাই মৌসুমের শেষ বলা যেতে পারে। শীতের মৌসুমে যেভাবে পর্যটক দেখা যায় গরমে শুরুতে একটু কম হলো। সেই পর্যটকদের ক্যামেরাবন্দিতে বাঘের ছবি। স্বাভাবিকভাবে খুশি পর্যটকরা ।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours