আইসিসি ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডও গড়েছিল তারা। এর আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ম্যাচ জিততে না পেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, ধুয়ে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ


গ্রুপ বি-তে নিজেদের ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদিও রাওয়ালপিন্ডির বৃষ্টি কোনও টিমকেই সেমিফাইনাল নিশ্চিত করতে দিল না। এ দিন মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাকাব্যিক জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। আইসিসি ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডও গড়েছিল তারা। এর আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ম্যাচ জিততে না পেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া।


দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও এক দলের কাছে সুযোগ ছিল সেমিফাইনালে পা রাখার। যদিও বৃষ্টি বাধা পেরনো গেল না। প্রাথমিক ভাবে টসের জন্য অপেক্ষা বাড়ে। দফায় দফায় বৃষ্টি। রাওয়ালপিন্ডির পিচ ঢেকে রাখা হয়। দু-দলের প্লেয়াররাই অপেক্ষায়। মাঠে কিছু হলেও সমর্থক ছিলেন। তাঁদেরও হতাশা নিয়েই ফিরতে হল।


অন্তত ২০ ওভারের ম্যাচ করার জন্য সর্বাধিক ৮.০২ অবধি অপেক্ষা করা যেত। কিন্তু বৃষ্টি না থামায় সেই অবধি আর অপেক্ষা করা গেল না। কারণ, এরপর বৃষ্টি থামলেও মাঠ রেডি করতে আরও অনেকটা সময় চলে যাবে। অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয়। অস্ট্রেলিয়া-চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বৃষ্টি। এই কম্বিনেশন এ বারও হতাশা তৈরি করল অজি শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত আট ম্যাচের মধ্যে এই নিয়ে চতুর্থবার বৃষ্টিতে ধুয়ে গেল অস্ট্রেলিয়ার ম্যাচ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours