মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদের সদস্য। তাঁর বিভাগের অধীনে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হবে। সেই কাজের জন্যই তৃণমূল কাউন্সিলর নিজেই ঠিকাদার লাগিয়ে এই গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ।
ইএম বাইপাসের ধারে একের পর এক আস্ত গাছ উপড়ে ফেলল খোদ কলকাতা পুরসভা, বিতর্ক চরমে
কলকাতায় কেটে ফেলা হচ্ছে গাছ?
কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন অংশে তৈরি হবে পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশন। আর সেই নির্মাণ কাজের জন্য প্রকাশ্য দিবালোকে কাটা হল গাছ। প্রায় ২০টির বেশি পূর্ণবয়স্কের গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে বলে খবর। যা ঘিরে নতুন করে বিতর্কে কলকাতা পুরসভা। কীভাবে এই গাছ কাটার অনুমতি মিলল সেটাই এখন বড়সড় প্রশ্ন।
মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদের সদস্য। তাঁর বিভাগের অধীনে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হবে। সেই কাজের জন্যই তৃণমূল কাউন্সিলর নিজেই ঠিকাদার লাগিয়ে এই গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ। জল সরবরাহ বিভাগের মিলেছে অনুমোদন। অথচ কলকাতার মেয়র এই গাছ কাটার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি। পরবর্তীতে ফিরহাদ হাকিম গড়ফা থানায় এফআইআর করার নির্দেশ দিলেন।
এ প্রসঙ্গে কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর জানালেন, গাছ কাটা না হলে পাম্পিং স্টেশন তৈরি হবে কীভাবে। যদিও তাঁর দাবি,যেখানে গাছ কাটা হয়েছে তার পাশেই নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। পাঁচ গুণ গাছ বসানো হচ্ছে। অরিজিৎ দাস বলেন, “যে অঞ্চলে এই পাম্পিং স্টেশন হবে সেখানকার মানুষকে ডিপ টিউবলের জলের উপর নির্ভর করে থাকতে হয়। গাছ কাটা হয়েছে ঠিকই কিন্তু যা গাছ ওইখানে ছিল তার তিনগুণ গাছ লাগবে। তাছাড়া ১০৬ নম্বর ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ করি সারাবছরই।” পুরসভা সূত্রে খবর, দশ লক্ষ গ্যালনের এই পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। ১০৬ নম্বর ওয়ার্ডে তিনটি নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। যার মধ্যে একটি হচ্ছে অভিষিক্তা আবাসনের ঠিক উল্টোদিকে। এই বুস্টার পাম্পিং স্টেশনের উপরে আবার তৈরি হবে নয়া উদ্যান। কলকাতা পুরসভার প্রকল্প।


Post A Comment:
0 comments so far,add yours