দিল্লিতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নেবে বিজেপি, বৃহস্পতিতে শপথ


বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধে ৭টায় বিজেপি বিধায়করা বৈঠকে বসছেন। আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


 দিল্লিতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নেবে বিজেপি, বৃহস্পতিতে শপথ
আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি


 এখনও মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়নি। তবে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সেজে উঠছে দিল্লি। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রামলীলা ময়দান। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নামও বুধবার সন্ধেয় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়ে যাবে।


২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি জিতেছে। আপ জিতেছে ২২টি আসন। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে বেশি আসন পেলেও এখনও মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি গেরুয়া শিবির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধে ৭টায় বিজেপি বিধায়করা বৈঠকে বসছেন। আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি সূত্রে খবর, কোনও মহিলা মুখকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হতে পারে। শেষপর্যন্ত কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী, তা কিছুক্ষণের মধ্যেই জানা যেতে পারে।

মুখ্যমন্ত্রীর নাম এখনও ঠিক না হলেও জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রামলীলা ময়দানে সেই শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা। শপথ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ২৫ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। আধা সামরিক বাহিনীর জওয়ান-সহ ৫ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours