রাস উৎসব উপলক্ষে ৬০০০ মানুষকে বসিয়ে খাওয়ালো, রাধা কৃষ্ণের ভক্তবৃন্দ সমন্বয়ে উৎসব কমিটি।।

দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার পদ্মপুকুর এলাকায় রাধাকৃষ্ণ ভক্তবৃন্দ উৎসব কমিটি বিগত বছরের তুলনায় এ বছরও রাস উৎসবের দিন থেকেই রাজ উৎসবে মেতে ছিলেন, 
আস অর্থাৎ সোমবার দিন এই রাস উৎসব উপলক্ষে সন্ধ্যে থেকেই ৬ হাজারের অধিক মানুষের মুখে তুলে দিলেন রাধা কৃষ্ণের প্রসাদ অর্থাৎ খিচুড়ি, সবজি, চাঁদনী, সহ জোয়ান যা সেবন করার জন্য অর্থাৎ খাওয়ার জন্য ইতিমধ্যে ছয় হাজারের অধিক মানুষের আগমন
এর পাশাপাশি রাধাকৃষ্ণ ভক্তবৃন্দ এই যে সমন্বয়ক কমিটি রাজ উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থ মানুষদের জন্য কম্বল, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য চক্ষু পরীক্ষা শিবির সহ জীবন্ত প্রদর্শনীয় করে থাকে, যেহেতু প্রত্যন্ত এলাকা এই পর্যন্ত এলাকার মানুষজনের ও বিভিন্ন এলাকার মানুষজনের আর্থিক সহযোগিতায় রাধা কৃষ্ণের ভক্তবৃন্দ কমিটি ন' বছরে পদার্পণ করল। 
এর পাশাপাশি নিরাপত্তার জন্য যেহেতু ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি গড়ে ওঠা এই রাস উৎসব তাই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও কমিটির পক্ষ থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশেও নজরদারি চালাচ্ছে। প্রশাসন ও রাধা কৃষ্ণ ভক্তবৃন্দ সমন্বয় কমিটি

এই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়  এবছর তুলনায় আগের বছরও আরো রাস উৎসবের আকর্ষণ তুলে ধরবে বলে।।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours