সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই হবে নিয়োগ। ১৪ হাজার শূন্যপদে কাউন্সেলিং শুরু হবে নিয়ম মেনে। নিয়োগে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
৯ বছর পর ১৪,০০০ নিয়োগে আর কোনও বাধা রইল না, স্বস্তি সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে নিয়োগ মামলা
Image Credit source: GFX- TV9 Bangla
উচ্চ প্রাথমিক মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে, বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। উচ্চপ্রাথমিকে নিয়োগপত্র দিতে আর কোনও বাধা নেই। ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ নিয়ে জটিলতা ছিল দীর্ঘদিন ধরে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ, শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে।
সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই হবে নিয়োগ। ১৪ হাজার শূন্যপদে কাউন্সেলিং শুরু হবে নিয়ম মেনে। নিয়োগে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হওয়ায় ফের জটিলতা তৈরি হয়।
Post A Comment:
0 comments so far,add yours