পথে নামছে টলিউড--না, রবিবার আর তাঁদের কাছে মামুলি ছুটির দিন নয়, সে ঘোষণা আগেই এসেছিল। টলিপাড়ার বিভিন্ন শিল্পীরা জানিয়েছিলেন তিলোত্তমার বিচার চেয়ে সোচ্চার হবেন তাঁরা। দল-মত-নির্বিশেষে এক বাক্য স্লোগান উঠনে 'উই ওয়ান্ট জাস্টিস'।
প্রতিবাদ তুমি কার! তিলোত্তমার বিচার চেয়েও 'আমরা-ওরা'র কোন খেলা টলিউডের মিছিলে?
তিলোত্তমার বিচার চেয়েও 'আমরা-ওরা'র এ কী খেলা টলিউডে!
পথে নামছে টলিউড–না, রবিবার আর তাঁদের কাছে মামুলি ছুটির দিন নয়, সে ঘোষণা আগেই এসেছিল। টলিপাড়ার বিভিন্ন শিল্পীরা জানিয়েছিলেন তিলোত্তমার বিচার চেয়ে সোচ্চার হবেন তাঁরা। দল-মত-নির্বিশেষে এক বাক্য স্লোগান উঠনে ‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই মর্মে টিভিনাইন বাংলার সঙ্গে কথাও বলেছিলেন তাঁরা। তবে শনিবার রাত বাড়তেই প্রকাশ্যে এল এক অন্য চিত্র! সত্যিই কি বিচার চাওয়া? নাকি তিলোত্তমার বিচার কোন রাজনৈতিক ছত্রছায়ার বিচার চাওয়া হচ্ছে তা নিয়েই মশগুল হয়ে পড়লেন কুশিলবদের একটা বড় অংশ? ভিতর থেকেই কি স্লোগান উঠল, ‘প্রতিবাদ তুমি কার?”
শনিবার টিভিনাইন বাংলার তরফে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে মিছিলে যোগদানের প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টতই বলেন, “ওটা তো তৃণমূলের মিছিল”। জানিয়ে দেন উপস্থিত থাকবেন না তিনি। ওদিকে এই মিছিলের অন্যতম দুই প্রধান আয়োজন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও শিবপ্রসাদ জানান, এ মিছিল নাকি সাধারণ শিল্পীদের। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, “আমি তো অবশ্যই যাব। শিল্পী হিসেবে ন্যায়বিচারের দাবিতে হাজির থাকব।” তৃণমূলের তারকা-সাংসদ (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) ও টিভিনাইন বাংলাকে জোর গলায় বলেন, “যাব, কেন যাব না? দোষীর শাস্তির দাবি তো সকলের। শুক্রবার আমার রাজনৈতিক পরিচয়ের কারণে দিদির সঙ্গে (মমতা বন্দ্যোপাধ্যায়) মঞ্চ থেকে সরব হয়েছি, তবে এবার যাব শিল্পী হিসেবে।” অন্যদিকে সিপিআইএম ঘনিষ্ঠ রাহুল অরুণোদয়ও জানান, তিনি থাকবেন।
Post A Comment:
0 comments so far,add yours