রবিবার এই সমবায়ের ভোট ছিল। সকাল থেকে ভালভাবেই ভোট প্রক্রিয়া চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, শেষবেলায় এসে ভোট গণনার সময় দেখা যায় তুমুল উত্তেজনা। এমনকী পুলিশকে লাঠি নিয়ে তাড়া করতেও দেখা যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনায় ৪ জনকে আটকও করা হয়।
ভোটে বিরোধীরা কই? এ তো তৃণমূল ভার্সেস তৃণমূলের নির্বাচন
সমবায়ের ভোটে নামল পুলিশ।
সমবায়ের ভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। অভিযোগ, ভোটে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল লড়াই করেছে। দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়কিষাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করেছে শাসকশিবির।
আরও খবর পড়তে ডাউনলোড করুন
অ্যাপ (Android/ iOs)
রবিবার এই সমবায়ের ভোট ছিল। সকাল থেকে ভালভাবেই ভোট প্রক্রিয়া চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, শেষবেলায় এসে ভোট গণনার সময় দেখা যায় তুমুল উত্তেজনা। এমনকী পুলিশকে লাঠি নিয়ে তাড়া করতেও দেখা যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনায় ৪ জনকে আটকও করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours