বোর্ডে ১৬০ রানের টার্গেট। নিউজিল্যান্ডেরও প্রয়োজন ছিল মজবুত ওপেনিং জুটি। অথচ ইনিংসের প্রথম ডেলিভারিতেই ফিন অ্যালেনের স্টাম্প ছিটকে দেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। নিজের দ্বিতীয় ওভারে কনওয়ের দামি উইকেট ফারুকির। এখানেই শেষ নয়। পাওয়ার প্লে-তে নিজের তৃতীয় ওভারে ড্য়ারেল মিচেলকেও ফেরান।

কেকেআর ওপেনারের কামাল! IPL তারকাদের সৌজন্যে প্রথম বার নিউজিল্যান্ডকে হারাল আফগানিস্তান


বিশ্বকাপ অভিযান শুরুর আগে আফগানিস্তানের স্পিন আক্রমণকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রশংসায় যেন আশঙ্কাও ছিল। সেই আশঙ্কাই যেন সত্যি হল। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান। গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করেছিল আফগানিস্তান। অল্পের জন্য সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হল দুর্দান্ত। প্রথম বার নিউজিল্যান্ডকে হারাল আফগানরা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখা যাচ্ছে। শুরুটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মতো প্রাক্তন চ্যাম্পিয়নকে হারিয়েছে তারা। এ বার আফগানিস্তান হারাল শক্তিশালী নিউজিল্যান্ডকে। আর আফগানিস্তানের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আইপিএলে খেলা দুই তারকা। কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন টিমের সদস্য রহমানউল্লাহ গুরবাজ এবং গুজরাট টাইটান্সের রশিদ খান।

গায়ানায় টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। বল হাতে তাদের শুরুটা দুর্দান্ত হতে পারত। যদিও বেশ কিছু ক্যাচ ফেলে নিজেদের পথ কঠিন করেন কিউয়িরা। যার সুযোগ নিতে ভুল করেনি আফগান ওপেনিং জুটি। গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতেই যোগ হয় ১০৩ রান। জাদরান ৪৪ রানে ফেরেন। জুটি ভাঙার পরই যেন চাপে পড়ে আফগানিস্তান।


গুরবাজ একদিন আগলে রান তুললেও উল্টোদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় আফগানিস্তান। শেষ ওভারে ফেরেন গুরবাজ। ৫৬ বলে ৮০ রানের ঝকঝকে ইনিংসে দলের ভিত মজবুত করেন গুরবাজ। টপ থ্রি ব্যাটার ছাড়া সকলেই এক অঙ্কের রানে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান করে আফগানিস্তান। কিউয়ি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন।

বোর্ডে ১৬০ রানের টার্গেট। নিউজিল্যান্ডেরও প্রয়োজন ছিল মজবুত ওপেনিং জুটি। অথচ ইনিংসের প্রথম ডেলিভারিতেই ফিন অ্যালেনের স্টাম্প ছিটকে দেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। নিজের দ্বিতীয় ওভারে কনওয়ের দামি উইকেট ফারুকির। এখানেই শেষ নয়। পাওয়ার প্লে-তে নিজের তৃতীয় ওভারে ড্য়ারেল মিচেলকেও ফেরান।

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে রশিদ খান। প্রথম বলেই কিউয়ি অধিনায়ককে ফেরান আফগান অধিনায়ক রশিদ খান। পরের ওভারে আক্রমণে এসে চাপম্যানকে বোল্ড করেন। পরের বলে ফেরান ব্রেসওয়েলকে। হ্যাটট্রিকের সামনে ছিলেন রশিদ। কোনওরকমে হ্যাটট্রিক আটকায় নিউজিল্যান্ড। তবে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। অভিজ্ঞ স্পিনার মহম্মদ নবি নেন ২ উইকেট। নিউজিল্যান্ডের শেষ উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন ফারুকি।

ক্যাপ্টেন রশিদ খান ও বাঁ হাতি পেসার ফারুকি চারটি করে উইকেট নেন। ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানেই অলআউট নিউজিল্যান্ড। ৮৫ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে প্রথম বার হারানোর স্বাদ আফগানিস্তানের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours