সুপার সানডে-তে রাতে আইপিএলের মেগা ম্যাচ। রোহিত-ধোনি দ্বৈরথের আগে সূর্যকুমার যাদব নেটে জমিয়ে অনুশীলন করছেন। আর তারই মাঝে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির বড় ক্ষতি করে ফেলেন মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ক্ষতির ভিডিয়োও শেয়ার করা হয়েছে।

ধোনিদের বিরুদ্ধে নামার আগে MI এর বড় ক্ষতি করলেন সূর্যকুমার যাদব
ধোনিদের বিরুদ্ধে নামার আগে MI এর বড় ক্ষতি করলেন সূর্যকুমার যাদব


কলকাতা: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। ১৭তম আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২টো ম্যাচ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে শূন্যে ফেরেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিজের চেনা ছন্দে ফিরেছেন। তাঁর মারকাটারি ইনিংস দেখার জন্য ক্রিকেট প্রেমীরা মুখিয়ে থাকেন। ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারও। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে স্কাইয়ের দিকে বিশেষ নজর থাকবে। কিন্তু তার আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজির বড় ক্ষতি করে বসলেন তিনি।

সুপার সানডে-তে রাতে আইপিএলের মেগা ম্যাচ। রোহিত-ধোনি দ্বৈরথের আগে সূর্যকুমার যাদব নেটে জমিয়ে অনুশীলন করছেন। আর তারই মাঝে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির বড় ক্ষতি করে ফেলেন মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ক্ষতির ভিডিয়োও শেয়ার করা হয়েছে।

ঠিক কী করেছেন স্কাই?

এমআই টিমের পক্ষ থেকে একটি ১৩ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নেটে স্কাই একটি শর্ট বল খেলার সময় ব্যাকফুটে থেকে ডেলিভারি ডিফেন্স করেন। তাঁর সামনে থাকা ক্যামেরা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এবং যে জায়গায় তা রাখা ছিল সেখানে স্ট্যান্ড থেকে ছিটকে যায়। ভিডিয়োটির ক্যাপশনে মুম্বই ইন্ডিয়ান্স টিমের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমি কী ক্ষতি করেছিলাম সূর্য দাদা?’


অনুশীলনের ফাঁকে স্কাইয়ের ক্যামেরা ভেঙে দেওয়ার ভিডিয়োটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে তাতে মজার মজার কমেন্ট করেছেন। সূর্যকুমার যাদব ২২ গজের যে কোনও প্রান্তে বল পাঠাতে ওস্তাদ। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে তিনি ৫২ রান করেছিলেন। এ বার দেখার রবি-রাতে সিএসকের বিরুদ্ধে সূর্যকুমার যাদব কেমন পারফর্ম করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours