আইপিএলের গত সংস্করণেও চোট ছিল বেন স্টোকসের। সব ম্যাচে পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডারকে। যে কারণে এ বার রিটেইনশন তালিকা জমা দেওয়ার আগেই চেন্নাই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন স্টোকস। আধা ফিট থেকে খেলা এবং টিমকে বিপদে ফেলার চেয়ে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছিলেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি
ফিট হয়ে উঠতে পারেন, বেছে বেছে সিরিজ খেলেছেন।
সরে দাঁড়িয়েছিলেন আইপিএল থেকে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না অলরাউন্ডার!
লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। আইপিএলের আগেই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। নেতৃত্ব দিয়েছেন বেন স্টোকস। যদিও হতাশা নিয়েই ফিরেছেন স্টোকসরা। ভারতের কাছে ১-৪ ব্যবধানে হার। বেন স্টোকস ফুল ফিট ছিলেন না। সে কারণেই নিয়মিত বোলিং করেননি। এ বার বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত! বিস্তারিত জেনে নিন
এর এই প্রতিবেদনে।
আইপিএলের গত সংস্করণেও চোট ছিল বেন স্টোকসের। সব ম্যাচে পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডারকে। যে কারণে এ বার রিটেইনশন তালিকা জমা দেওয়ার আগেই চেন্নাই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন স্টোকস। আধা ফিট থেকে খেলা এবং টিমকে বিপদে ফেলার চেয়ে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছিলেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন, বেছে বেছে সিরিজ খেলেছেন।
ইংল্যান্ডের এই অলরাউন্ডার বোর্ডকে জানিয়েছেন, বিশ্বকাপের জন্য যেন তাঁর নাম বিবেচনা না করা হয়। ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নজরে এখন পুরোপুরি ফিটনেস। এত দিন খেললেও তিনি যে পুরোপুরি ফিট ছিলেন না তা পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের আগে ফিটনেসে জোর দিতে চান স্টোকস। সে কারণেই বিশ্বকাপের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours