সোমবার রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে মুম্বই। তাতেও হারতে হয়েছে। ওয়াংখেড়ে মুম্বইয়ের বরাবরের ডেরা। সেখানে হার্দিককে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, এমনটা অনুমান করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তাই হার্দিক-হাওয়া তৈরিতে কসুর রাখেনি তারা। কিন্তু তা করতে গিয়ে যা ঘটেছে, তাতে বেড়ে গিয়েছে বিতর্ক। বলা হচ্ছে, পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কী কারণে এমনটা হল?


হার্দিককে বাঁচাতে ওয়াংখেড়েতে 'নিষিদ্ধ' রোহিত? বিতর্কে ফালাফালা MI


কলকাতা: হার্দিক পান্ডিয়া কি মুম্বই ইন্ডিয়ান্সের নয়নের মণি? এই প্রশ্নে এখন প্রবল বিতর্কে পড়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজির কর্তারা। রোহিত শর্মাকে ছাঁটাইয়ের পর থেকেই তুমুল ডামাডোল শুরু হয়ে গিয়েছিল। আইপিএল শুরু হওয়ার পর যা আরও বেড়েছে। টিমের অন্দরে যেমন ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে চাঞ্চল্য। হার্দিক মাঠে নামলেই গ্যালারি ধিক্কার জানাচ্ছে। আইপিএলের ইতিহাসে এমনটা কখনও দেখা যায়নি। হার্দিক ক্যাপ্টেন হওয়ার পর টানা তিনটে ম্যাচে হারতে হয়েছে মুম্বইকে। যার পর ভারতীয় অলরাউন্ডারকে সরিয়ে রোহিতকে নেতৃত্বে ফেরানোর দাবি তুলে দিয়েছেন অনেকেই। তারই মধ্যে অন্য আর এক বিতর্কে ফালাফালা মুম্বই ইন্ডিয়ান্স।


আইপিএলের প্রথম দুটো ম্যাচ ছিল গুজরাট ও হায়দরাবাদে। সোমবার রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে মুম্বই। তাতেও হারতে হয়েছে। ওয়াংখেড়ে মুম্বইয়ের বরাবরের ডেরা। সেখানে হার্দিককে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, এমনটা অনুমান করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তাই হার্দিক-হাওয়া তৈরিতে কসুর রাখেনি তারা। কিন্তু তা করতে গিয়ে যা ঘটেছে, তাতে বেড়ে গিয়েছে বিতর্ক। বলা হচ্ছে, পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কী কারণে এমনটা হল? রোহিতকে ছাঁটাই করে মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু হার্দিকের পাশে দাঁড়াতে গিয়ে ওয়াংখেড়েতে যা হয়েছে, তাতে আরও বেড়েছে বিতর্ক।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours