চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জোড়া মাইলফলক বিরাট কোহলির। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক পেরোতে বিরাটের প্রয়োজন ছিল ৬ রান। সহজেই এই রেকর্ড পেরিয়ে যান বিরাট। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ হাজার রানের রেকর্ডও গড়েন বিরাট। 

ডুপ্লেসি ক্রিজে থাকাকালীন তাঁর ব্যাট চুপই ছিল। বিধ্বংসী ইনিংস খেলে ডুপ্লেসি ফেরেন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে আরসিবি।

বিরাটের আউটে শব্দ-দূষণ! চিপকের সাউন্ড মিটার তাই বলছে...

 মাঠেই খেলা হোক, কোহলির বিরাট সমর্থন থাকেই। চিপকে অবশ্য সেই সমর্থন পাওয়া গেল না। আইপিএলের ১৭তম সংস্করণ। বোধন হল চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে। নজর ছিল দুই তারকার দিকে। বিরাটের প্রত্যাবর্তন এবং ধোনির নতুন ভূমিকা। বিরাটের প্রত্যাবর্তনের শুরুটা দুর্দান্ত হলেও বড় ইনিংস এল না। বরং, তাঁর আউটে চিপক স্টেডিয়ামে শব্দদূষণ!

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জোড়া মাইলফলক বিরাট কোহলির। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক পেরোতে বিরাটের প্রয়োজন ছিল ৬ রান। সহজেই এই রেকর্ড পেরিয়ে যান বিরাট। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ হাজার রানের রেকর্ডও গড়েন বিরাট। ডুপ্লেসি ক্রিজে থাকাকালীন তাঁর ব্যাট চুপই ছিল। বিধ্বংসী ইনিংস খেলে ডুপ্লেসি ফেরেন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে আরসিবি।

ক্যামেরন গ্রিনের সঙ্গে বড় জুটি গড়ার স্বপ্ন দেখাচ্ছিলেন বিরাট কোহলি। সিএসকে স্পিনার মহেশ থিকসানার ডেলিভারিতে অনবদ্য একটা ছয়ও মারেন। ক্রমশ বড় রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান আক্রমণে আসতেই ছন্দপতন। মুস্তাফিজুরের শর্টপিচ ডেলিভারিতে পুল করেছিলেন বিরাট। ঠিকঠাক সংযোগ হয়নি। রাহানে ক্যাচ নিলেও ব্য়ালান্স রাখতে পারেননি। শরীর বাউন্ডারি ছোঁয়ার আগে বল ছুড়ে দেন। সামনেই ছিলেন রাচিন রবীন্দ্র। জুটিতে নেওয়া ক্যাচে আউট বিরাট কোহলি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours