উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাস পরও কার্যকর হয়নি। এতদিনেও সেই নথি এনআইএর হাতে সিআইডি না তুলে দেওয়ায় হাইকোর্টের ক্ষোভের মুখে রাজ্যের স্বরাষ্ট্রদফতর।

দাড়িভিট মামলায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রুল ইস্যু বিচারপতি মান্থার
কলকাতা হাইকোর্ট।


কলকাতা: দাড়িভিটকাণ্ডে আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। ১০ মাস আগের ঘটনা। কিন্তু সিআইডি সে সংক্রান্ত নথি এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি বলে অভিযোগ।


উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাস পরও কার্যকর হয়নি। এতদিনেও সেই নথি এনআইএর হাতে সিআইডি না তুলে দেওয়ায় হাইকোর্টের ক্ষোভের মুখে রাজ্যের স্বরাষ্ট্রদফতর।

অভিযোগ, একইসঙ্গে এই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণেরও নির্দেশ পালন করেনি রাজ্য। তাই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না। ৫ এপ্রিল পরবর্তী শুনানি হবে। গত বছরের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় এই আদালত।


২০১৮ সালের সেপ্টেম্বরের ঘটনা। উত্তর দিনাজপুরের দাড়িভিটে এক স্কুলে বাংলার শিক্ষকের দাবিকে সামনে রেখে অশান্তি বাধে বলে অভিযোগ ওঠে। সেখানে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ ওঠে। এরইমধ্যে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর খবর সামনে আসে। এরপরই পরিবার অভিযোগ করে, পুলিশের গুলিতে এই মৃত্যু। যদিও পুলিশ তা অস্বীকার করেছে আগেই। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় আদালত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours