শুরু থেকেই ওজন অনেকটাই কমেছে বনি কাপুরের। বরাবরই তাঁর খাওয়াদাওয়ার উপর কড়াকড়ি করতেন স্ত্রী শ্রীদেবী। খুবই মেপেঝুপে খাওয়াদাওয়া করাতেন স্বামীকে। শ্রীদেবীর মৃত্যুর পর সেই সব বিষয়ে লাগামছাড়া হয়ে গিয়েছিলেন বনি। ওজন অনেকটাই কমে গিয়েছিল তাঁর। এবার ফের নিজের শরীরের দিকে খেয়াল দিতে শুরু করেছেন বনি।
প্রয়াত স্ত্রীর ডায়েট মেনে ১৭ কিলো ওজন কমালেন শ্রীদেবীর স্বামী বনি
বনি-শ্রীদেবী।
১৭ কিলো ওজন কমিয়ে ফেলেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। ১১৫ কেজি থেকে ৯৮ কেজি ওজন হয়েছে তাঁর। কিন্তু কীভাবে কমালেন ১৭ কিলো, জানেন? ওজন কমানোর জন্য বনি কাপুর মেনে চলেছেন তাঁর স্বর্গীয় স্ত্রী শ্রীদেবীর ডায়েট।
শুরু থেকেই ওজন অনেকটাই কমেছে বনি কাপুরের। বরাবরই তাঁর খাওয়াদাওয়ার উপর কড়াকড়ি করতেন স্ত্রী শ্রীদেবী। খুবই মেপেঝুপে খাওয়াদাওয়া করাতেন স্বামীকে। শ্রীদেবীর মৃত্যুর পর সেই সব বিষয়ে লাগামছাড়া হয়ে গিয়েছিলেন বনি। ওজন অনেকটাই কমে গিয়েছিল তাঁর। এবার ফের নিজের শরীরের দিকে খেয়াল দিতে শুরু করেছেন বনি।
তাঁর জন্য তৈরি করা শ্রীদেবীর আদর্শ ডায়েট মেনে খাওয়াদাওয়া শুরু করেছেন বনি। কী খাচ্ছেন তিনি? খাবার থেকে তেলতেলে এবং তেলযুক্ত খাবার এক্কেবারে বাদ দিয়েছেন প্রযোজক। সিদ্ধ খাবার খেতে শুরু করেছেন তিনি। গ্লুটেন-ফ্রি (পড়ুন সুগারহীন) খাবার খাচ্ছেন। এবং ভাত। কাপুররা তো খুবই ভাতটাত খেতে ভালবাসেন। সেই ভাত ত্যাগ করতে বাধ্য হয়েছেন বনি। কিন্তু একেবারেই কি বাদ দিয়েছেন। এক্কেবারেই না। সপ্তাহে কেবল একবার মাত্র ভাত খাচ্ছেন বনি। এর নড়চড় করছেন না একবিন্দুও।
Post A Comment:
0 comments so far,add yours