ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে আরসিবি ব্যাটিংয়ে মূল ভরসা ছিলেন টপ থ্রি। ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলি, তিনে গ্লেন ম্যাক্সওয়েল। মিডল অর্ডার নিয়ে ভুগেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের ইতিহাসে এখনও অবধি ট্রফির স্বাদ পায়নি আরসিবি। এ বারও শক্তিশালী দল গড়েছে তারা। মিডল অর্ডারে থাকছেন ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডার।
'বিরাট যতবার ব্রেক থেকে ফিরেছে...', প্রাক্তনের ভবিষ্যদ্বাণী
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের শুরুতেই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আপাতত প্রশ্ন একটাই, বিরাট কোহলিকে প্রথম ম্যাচে দেখা যাবে? খুব তাড়াতাড়িই হয়তো এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জানুয়ারিতে দেশের হয়ে শেষ বার খেলেছিলেন বিরাট কোহলি। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। স্কোয়াডে থাকলেও বিরাট সরে দাঁড়ান। পুরো সিরিজেই পাওয়া যায়নি বিরাটকে। বিরতি থেকে ফিরলে বিরাট আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন! এমনটাই মত প্রাক্তন ক্রিকেটারের। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে আরসিবি ব্যাটিংয়ে মূল ভরসা ছিলেন টপ থ্রি। ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলি, তিনে গ্লেন ম্যাক্সওয়েল। মিডল অর্ডার নিয়ে ভুগেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের ইতিহাসে এখনও অবধি ট্রফির স্বাদ পায়নি আরসিবি। এ বারও শক্তিশালী দল গড়েছে তারা। মিডল অর্ডারে থাকছেন ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডার। তবে প্লে-অফে যেতে হলে বিরাট কোহলির ফর্মই যে আসল, এমনটাই মনে করছেন দেশের প্রাক্তন ক্রিকেটার। ভবিষ্যদ্বাণীও করেছেন।
আইপিএল নিয়ে স্টার স্পোর্টসের ‘গেমপ্ল্যান’ শো-তে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, ‘গত ১-২ বছর বিরাট কিন্তু অনবদ্য ক্রিকেট খেলছে। দুর্দান্ত ফর্মে রয়েছে ও। বিরাটের মতো প্লেয়ার ফর্মে থাকলে একটা বিষয় পরিষ্কার, ও জানে কী ভাবে ধারাবাহিক রান করতে হয়। বিরাটের বিশেষত্ব হল, ও যখনই ব্রেক নিয়ে ফেরে, সেটা দুর্দান্ত হয়। আরিসিবির প্লে-অফ ভাগ্য নির্ভর করবে বিরাটের ফর্মের উপরই।’
আরসিবি টিমে যতই গ্লেন ম্যাক্সওয়েল, গ্রিন কিংবা ফাফ ডুপ্লেসিরা থাকুন, বিরাটের ফর্মে বাড়তি আস্থা কাইফের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলি ধারাবাহিক পারফর্মার। গত সংস্করণেও ৫৩.২৫ গড়ে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি। এ বারও বিরতি নিয়ে ফিরছেন। কাইফের কথা মতো, বিরাটের জন্য দুর্দান্ত আইপিএল হতে চলেছে!
Post A Comment:
0 comments so far,add yours