৬৭ শতাংশ বেতন বেড়েছে বিধায়কদের। আগে তাঁরা পেতেন মাসে ৫৪ হাজার টাকা, এখন এখন সেটা বেড়েছে। এছাড়া ল্যাপটপ, মোবাইল ফোন কেনার জন্য এককালীন ১ লক্ষ টাকা ভাতা দেওয়া হয় তাঁদের।

 কত বেতন পান মুখ্যমন্ত্রী কেজরীবাল? কী কী সুবিধাই বা পান তিনি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।


নয়া দিল্লি: সদ্য গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আবগারি দুর্নীতি মামলা ইডি তাঁকে গ্রেফতার করেছে। আপ জানিয়ে দিয়েছে, গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রীই থাকছেন কেজরী। দিল্লি জুড়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁর অনুগামীরা। লোকসভা ভোটের মুখে এই গ্রেফতারি সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে।


কত বেতন, কী কী সুবিধা পান দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর বিধায়করা?

গত বছর অর্থাৎ ২০২৩-এর মার্চ মাসে বেতন বৃদ্ধি হয় দিল্লির মুখ্যমন্ত্রী ও বিধায়কদের। একধাক্কায় ১৩৬ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল। ১২ বছর পর প্রথমবার বাড়ে বেতন। সেই সময়ই বাড়ে কেজরীবালের বেতন।


কত বেতন পান কেজরীবাল?

মুখ্যমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলনেতার বেতন বেড়ে হয় ১.৭ লক্ষ টাকা, যা আগে ছিল ৭২ হাজার টাকা।

কত বেতন বিধায়কদের?

৬৭ শতাংশ বেতন বেড়েছে বিধায়কদের। আগে তাঁরা পেতেন মাসে ৫৪ হাজার টাকা, এখন তাঁরা পাচ্ছেন ৯০ হাজার টাকা। এছাড়া ল্যাপটপ, মোবাইল ফোন কেনার জন্য এককালীন ১ লক্ষ টাকা ভাতা দেওয়া হয় তাঁদের।

কী কী পান বিধায়করা?

বেসিক স্যালারি- ৬০ হাজার টাকা।

লোকসভা কেন্দ্রের ভাতা- ৩০ হাজার টাকা।

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স- ২৫ হাজার টাকা।

সামচুয়ারি অ্যালাউন্স- ১০ হাজার টাকা।

কী কী সুবিধা পান মুখ্যমন্ত্রী?

পেনশন- অরবিন্দ কেজরীবাল তথা মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিধায়করা পেনশন ও ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন।

বাড়ি- বাড়ির ভাড়া বাবদ মাসে ২০ হাজার টাকা করে পান মুখ্যমন্ত্রী।

পরিবহনের খরচ- দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ১ লক্ষ টাকা করে বছরে পান দিল্লির মুখ্যমন্ত্রী।

বিদ্যুতের খরচ- মাসে ৫০০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের খরচ পান মুখ্যমন্ত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours