দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। কিন্তু সেই অর্থে দাগ কাটতে পারেননি। এর মাঝে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শোনা গিয়েছিল, পিঠ ও কুঁচকির চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স।
চোট নাকি খারাপ ফর্ম? বাদ পড়তেই প্রশ্ন, শ্রেয়স আইয়ারে মোহভঙ্গ হল টিম ইন্ডিয়ার!
চোট নাকি খারাপ ফর্ম? বাদ পড়তেই প্রশ্ন, শ্রেয়স আইয়ারে মোহভঙ্গ হল টিম ইন্ডিয়ার!
কলকাতা: হঠাৎ করেই কি শ্রেয়স আইয়ারে (Shreyas Iyer) মোহভঙ্গ হল টিম ইন্ডিয়ার (Team India)? নাকি সত্যিই চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টের জন্য সুযোগ পেলেন না তিনি। শনিবার সকালে ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ৩ ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পর থেকেই এই সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। কিন্তু সেই অর্থে দাগ কাটতে পারেননি। এর মাঝে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শোনা গিয়েছিল, পিঠ ও কুঁচকির চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) সিরিজের বাকি তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স। কিন্তু বোর্ডের পক্ষ থেকে শ্রেয়সের চোট নিয়ে কোনও আপডেট না দেওয়ায় তাঁর অনুরাগীদের মনে ঘুরে ফিরে আসছে, হয়তো তারকার চোট হয়নি। খারাপ ফর্মের জন্যই দল থেকে বাদ পড়েছেন।
২৯ বছর বয়সী শ্রেয়স খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। শ্রেয়সের শেষ ১০টি টেস্ট ইনিংস দেখলে নজরে পড়বে মুম্বইয়ের এই ব্যাটারের নামে নেই কোনও অর্ধশতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে শ্রেয়স দুই ইনিংসে করেন ৩৫ ও ১৩ রান। এরপর বিশাখাপত্তনমে তিনি করেন যথাক্রমে ২৭ ও ২৯ রান। ক্রিকেট মহলের অনেকের দামি তাঁর এই পারফরম্যান্সই দল থেকে বাদ পড়ার কারণ। বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজের প্রথম ২টো টেস্টে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন শ্রেয়স। তাতে দলকে সেই অর্থে ভরসা দিতে পারেননি। এর মধ্যে আইপিএল টিম কেকেআরেরও শ্রেয়সকে নিয়ে চিন্তা বেড়েছে।
বিসিসিআই জানিয়ে দিয়েছে পুরো টেস্ট সিরিজেই খেলবেন না বিরাট কোহলি। একইসঙ্গে জানানো হয়েছে দ্বিতীয় টেস্টে না খেলা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজা বাকি থাকা ৩ টেস্টের জন্য ভারতীয় টিমে ফিরেছেন। তবে এও জানানো হয়েছে যে, তাঁরা বিসিসিআইয়ের মেডিকেল টিমের ফিটনেস সার্টিফিকেট পেলে একাদশে সুযোগ পেতে পারেন।
Post A Comment:
0 comments so far,add yours