ভারতীয় বক্সার মেরি কমের বয়স এখন ৪১। দীর্ঘদিন তাঁকে রিং কাঁপাতে দেখা যায়নি। কিন্তু তিনি এখনও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তৈরি। এরই মাঝে শোনা গিয়েছিল মেরি কম জানিয়েছেন, তিনি বয়সের কারণে অবসর ঘোষণা করতে বাধ্য হলেন। কিন্তু পরবর্তীতে মেরি কম জানান, তিনি নিজের অবসরের কথা বলেননি।
বক্সিংকে বিদায় জানাইনি... গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন মেরি কম
বক্সিংকে বিদায় জানাইনি... অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেরি কম
কলকাতা: ‘আমার কথার ভুল ব্যাখা হয়েছে। আমি এখনও অবসর নিইনি…’ হঠাৎ করেই ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের (Mary Kom) অবসরের খবর চাউর হয়েছিল। একাধিক রিপোর্ট মারফত জানা গিয়েছিল, গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ২০১২ সালে অলিম্পিকে পদকজয়ী মেরি কম। সত্যিই কি তিনি বক্সিং (Boxing) রিংকে বিদায় জানিয়েছেন? এ বার মেরি সে বিষয়ই পরিষ্কার করলেন।
সংবাদসংস্থা পিটিটিআইকে ভারতীয় তারকা বক্সার মেরি কম এক বিবৃতি দিয়েছেন। তাতে মণিপুরের তারকা মেরি বলেছেন, ‘মিডিয়ার প্রিয় বন্ধুরা, আমি এখনও অবসর নিইনি। আমার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। যখনই আমি অবসর নেব ভাবব, তা মিডিয়ার সামনেই ঘোষণা করব। আমি বেশ কয়েকটি রিপোর্টে পড়েছি আমার অবসর ঘোষণার কথা। সকলকে জানাতে চাই, আমি এখনও অবসর নিইনি। এটা সত্যি খবর নয়।’
হঠাৎ কী ভাবে মেরি কমের অবসরের খবর ছড়িয়ে পড়ল?
ভারতীয় বক্সার মেরি কমের বয়স এখন ৪১। দীর্ঘদিন তাঁকে রিং কাঁপাতে দেখা যায়নি। কিন্তু তিনি এখনও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তৈরি। এরই মাঝে শোনা গিয়েছিল মেরি কম জানিয়েছেন, তিনি বয়সের কারণে অবসর ঘোষণা করতে বাধ্য হলেন। কিন্তু পরবর্তীতে মেরি কম জানান, তিনি নিজের অবসরের কথা বলেননি।
ভারতীয় বক্সার মেরি কম জানিয়েছেন, আসলে তিনি ২৪ জানুয়ারি ডিব্রুগড়ে একটি স্কুলের ইভেন্টে যোগ দিয়েছিলেন। সেখানে মেরির অবসর সংক্রান্ত প্রসঙ্গ উঠেছিল। মেরি বলেন, ‘আমি ২৪ জানুয়ারি ডিব্রুগড়ে একটা স্কুল ইভেন্টে যোগ দিয়েছিলাম। সেখানে বাচ্চাদের মোটিভেট করার সময় আমি বলেছিলাম যে, আমি এখনও ক্ষুধার্ত। কিন্তু বয়সের কারণে অলিম্পিকে আমি আর খেলতে পারব না। আমি অবশ্য খেলা চালিয়ে যেতেই পারি। এখনও আমি নিজের ফিটনেসের দিকে মনযোগ দিই। যখন আমি অবসর নেব, সকলকেই জানিয়ে দেব।’
Post A Comment:
0 comments so far,add yours