অবশেষে মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে থাকা যাত্রী বোঝাই ভেসেলটিকে উদ্ধার করে আনা হলো ভেসেল ঘাটে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১৬ই জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে একটি পুণ্যার্থীভর্তি ভেসেল কাকদ্বীপের লট নম্বর এইটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় ঘন কুয়াশার কারণে হঠাৎই দিকভ্রষ্ট হয়ে মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে যায় ভেসেলটি,এরপর ওই ঘটনার খবর পেয়ে NDRF, ইন্ডিয়ান কোস্টগার্ড, WBCEF, এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ভ্যাসেলে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে,এবং সেই ভেসেলটিকে উদ্ধার করে মঙ্গলবার বেলা এগারোটা ৪৫ মিনিট নাগাদ কাকদ্বীপের লট নম্বর এইটে নিয়েআসা হয় সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে,
কিভাবে ওই ভেসেলটি মুড়িগঙ্গা নদীর চরে আটকে গেছিল ওই ভেসেলের মাস্টার আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

 এদিন মুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে ভেসেলটিকে উদ্ধার করে লট নম্বর এইটের ভেসেল ঘাটের দিকে নিয়ে যাওয়ার পথে NDRF -এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেট আনন্দ কুমার আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

এদিন কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাটে ওই সকল যাত্রীদের সুস্থভাবে বাড়ি ফিরে দেওয়ার লক্ষ্যে ওই ভেসেল ঘাটে উপস্থিত ছিলেন কাকদ্বীপের SDPO প্রসেনজিৎ ব্যানার্জি,এদিন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে ওই বিষয়ে কাকদ্বীপের SDPO প্রসেনজিৎ ব্যানার্জি কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডলের
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours