রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হল এবারের গঙ্গাসাগরমেলা
 

মেলা অফিস চত্বরে রবীন্দ্র সংগীত ‘‌ আগুনের পরশমনি ছোঁয়ায় প্রাণে’‌ গানে বেজে উঠল মেলার বিদায়ের সুর। এদিন ওই ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিম হাজরা,জেলাশাসক সুমিত গুপ্তা,সাগরের বিডিও কানাইয়া কুমার রয় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, এবারের গঙ্গাসাগর মেলা শুরু হয়েছিল ৮ জানুয়ারি। এবারের গঙ্গাসাগর মেলা মোটের ওপর নির্বিঘ্নে মিটলেও সাগরের যাত্রাপথে মুড়িগঙ্গা নদীর চড়ায় বারে বারে আটকে গিয়েছে পুণ্যার্থীভর্তি ভেসেল, এর ফলে পুন্যার্থীদের দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হয় মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় পাশাপাশি কুয়াশার জেরেও ভোগান্তি পোহাতে হয়েছে। মেলা শেষে এবার বাড়ি ফেরার পালা। বিদায়ের সুর মেলা জুড়ে।

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours