কলকাতা-সংলগ্ন বিভিন্ন জেলা থেকে বহু মানুষজন এদিন ব্রিগেডে এসেছেন। এঁদের অধিকাংশই ইনসাফ যাত্রার ডায়েরি কিনতে যুবশক্তির স্টলে ভিড় জমান। ক্রেতাদের মধ্যে বহু প্রবীণ বাম সমর্থক ছিলেন। 

তাঁদের মধ্যে একজন সুপ্রভ তপাদার বলেন, "রীতিমতো ঠেলাঠেলি করে সংগ্রহ করলাম। ছাত্ররা ৩ হাজার মাইল হেঁটেছে। এটা আমাদের প্রাক্তন যুব কর্মীদেরও অনুপ্রাণিত করেছে। সাধারণ মানুষকে বামপন্থীতে ফিরিয়ে আনার লড়াই করছে। এরকম ঐতিহাসিক লড়াই দেখিনি ছাত্রজীবনে।"


 'ইনসাফ যাত্রার ডায়েরি' কিনতে হুড়োহুড়ি ব্রিগেডে, কয়েক ঘণ্টাতেই বিক্রি ৫০ হাজার বই
ইনসাফ যাত্রার ডাইরি কিনতে হুড়োহুড়ি ব্রিগেডে।

মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে রবিবার DYFI-এর ব্রিগেড সমাবেশে কয়েক হাজার মানুষের ভিড় হয়েছিল। যা স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করেছে। তবে এদিনের ব্রিগেড আরও এক তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হল। বামেদের ‘ইনসাফ যাত্রার ডায়েরি’ কেনার জন্য রীতিমতো হুড়োহুড়ি বেধে যায় ব্রিগেড ময়দানে যুবশক্তির প্রকাশনীর স্টলে। দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় ৫০ হাজার ডায়েরি। যা দেখে কার্যত হতবাক বুক স্টলের সদস্যরাও।

সূর্য তখন মধ্যগগনে। লালঝান্ডা হাতে নিয়ে, মাথায় লাল টুপি পরা লোকারণ্যে পরিণত হয়েছে ব্রিগেড ময়দান। মঞ্চে বক্তৃতা দিচ্ছেন DYFI-এর নেতা-নেত্রীরা। সেই সময়ই সভামঞ্চের অদূরে অবস্থিত যুবশক্তির প্রকাশিনীর স্টলে বই কেনার জন্য বাম কর্মী-সমর্থকদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি বেধে যায়। অধিকাংশেরই একটাই চাহিদা, ইনসাফ যাত্রার ডায়েরি। সবার হাতে ৫০ টাকা আর মুখে ‘একটা বই দিন’।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours