অভিযোগ, ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে তারক রায় নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা। কিছুদিন পর তারক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।


বারাকপুর: ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। খড়দহ থানার সোদপুরের বাসিন্দা তারক রায় নামে প্রতারিত ব্যক্তি তারক মূলত ব্যবসায়ী। তাঁর কী ব্যবসা, সেটি তদন্ত ও ওই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে প্রকাশ করতে চাননি তদন্তকারীরা। জানা গিয়েছে, অভিযুক্তরা একদিন তাঁর কাছে এসে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যবসার বিভিন্ন কাগজপত্র দেখতে চান। সেখানে কিছু ভুল রয়েছে, তাঁর পদক্ষেপ করা হবে বলে ভয় দেখান।


অভিযোগ, ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে তারক রায় নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা। কিছুদিন পর তারক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।


গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বারাসত দত্তপুকুর থানার চরকডাঙ্গা এলাকা থেকে সৌমেন মুখোপাধ্যায় ও জয়শ্রী কর নামে দু’জন ব্যক্তিকে গ্রেফতার করে বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন সাইবার ক্রাইম আধিকারিকরা। তাঁদের সঙ্গে আর কোন কোন চক্র জড়িত রয়েছে, তারও তদন্ত চালাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours