শেষ দিকে ১৩ বলে ১৯ রানের ক্য়ামিও ইনিংস অ্যামেলিয়া কের-এর। লোয়ার অর্ডার অবশ্য় অবদান রাখতে ব্য়র্থ মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে মুম্বই ইন্ডিয়ান্


টস জিতলেই ম্যাচ জেতা যায় না। এর জন্য সঠিক কম্বিনেশন, প্রস্তুতি প্রয়োজন। মুম্বই ইন্ডিয়ান্স প্রতি ম্যাচেই তা প্রমাণ করে দিচ্ছে। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে এখনও অবধি পাঁচ ম্যাচ খেলে একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখল মুম্বই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বেধানী মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ থেকে জয় যাত্রা শুরু। এ দিন ফের এক বার সেই গুজরাট জায়ান্টসের বিরুদ্ধেই ম্যাচ। ফিরতি লিগেও জিতল মুম্বই। অধিনায়ক হরমনপ্রীতের অনবদ্য ইনিংস। বোর্ডে ১৬২ রান নিয়েও ৫৫ রানের বড় ব্য়বধানে জয়। মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচ রিপোর্ট


ব্যবহৃত পিচে ম্যাচ। গত ম্য়াচেও ব্রেবোর্ন স্টেডিয়ামে স্পিনাররা সুবিধা পেয়েছেন। গুজরাট বোলিং আক্রমণে দক্ষ স্পিনার রয়েছেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। প্রথম ওভারেই তাঁর ভরসার মর্যাদা রাখেন অ্যাশলে গার্ডনার। ফেরান মুম্বইয়ের বিধ্বংসী ওপেনার হেইলি ম্য়াথুজকে। মুম্বই ইনিংসে ভরসা দেয় যস্তিকা ভাটিয়া-ন্যাট সিবার জুটি। ৭৪ রান যোগ করে তারা। অবশেষে এই জুটি ভাঙেন কিম গার্থ। ফেরান সিবারকে। ৩১ বলে ৩৬ রান করেন সিবার। যস্তিকা ভাটিয়া রান আউট হন। ৩৭ বলে ৪৪ রান করেন তিনি। একটা সময় মনে হয়েছিল ১৫০-র গণ্ডি পেরোতেও চাপ হবে মুম্বই ইন্ডিয়ান্সের। দায়িত্বশীল ইনিংস অধিনায়ক হরমনপ্রীত কৌরের। মাত্র ৩০ বলে ৫১ রান করেন তিনি। শেষ দিকে ১৩ বলে ১৯ রানের ক্য়ামিও ইনিংস অ্যামেলিয়া কের-এর। লোয়ার অর্ডার অবশ্য় অবদান রাখতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের। হরমনপ্রীতের অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।


ফরম্যাট যাই হোক, লক্ষ্য ছোট হোক কিংবা বড়, প্রয়োজন পার্টনারশিপের। আর এতেই ব্য়র্থ গুজরাট জায়ান্টস। ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে গুজরাটকে বড় ধাক্কা দেন ন্যাট সিবার। ফেরান সোফিয়া ডাঙ্কলিকে। এর পর নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকে গুজরাট। একটা সময় মনে হয়েছিল, ২০ ওভার ব্য়াটই করতে পারবে না তারা। একশোর নীচে অলআউট হওয়ার পরিস্থিতিও ছিল। শেষ অবধি তেমনটা হয়নি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করে গুজরাট জায়ান্টস। টানা পাঁচ ম্য়াচ জিতে পয়েন্ট টেবলে শীর্ষ তিন নিশ্চিত মুম্বইয়ের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours