Liger X মডেলটি একবার চার্জে 60 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং Liger X+ মডেলটি একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে এই ই-স্কুটার দুটিতে লিক্যুইড-কুলড লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।


বিশ্বের প্রথম সেল্ফ-ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটারের পর্দা উন্মোচিত হল ভারতে। কাটিং এজ ডিভাইসটির এক ঝলক দেখানো হল Auto Expo 2023 ইভেন্টে। Liger Mobility নামক একটি সংস্থা দুটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। দুটিই বিশ্বের প্রথম সেল্ফ-ব্যালেন্সিং ই-স্কুটার। মডেল দুটির নাম Liger X এবং Liger X+। চলতি বছরে অটো এক্সপো-তে যে কয়েকটি ই-স্কুটার প্রদর্শিত হয়েছে, তাদের মধ্যে এই দুটি ছিল অন্যতম। Liger X এবং X+ মডেল দুটির সর্বাধিক স্পিড 65 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এদের রেঞ্জ 60-100 কিলোমিটারের মধ্যে। এদের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Liger X: কী স্পেসিফিকেশন রয়েছে

Liger X এবং X+ ইলেকট্রিক স্কুটার দুটিতে কী-কী স্পেসিফিকেশন রয়েছে, তা এখনও পর্যন্ত কোম্পানির তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটার দুটির সর্বাধিক স্পিড 65 kmph। এদের মধ্যে Liger X মডেলটি একবার চার্জে 60 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং Liger X+ মডেলটি একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে এই ই-স্কুটার দুটিতে লিক্যুইড-কুলড লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।

এদের ব্যাটারি ক্যাপাসিটি এখনও পর্যন্ত না জানা গেলেও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Liger X ইলেকট্রিক স্কুটারে ডিটাচেবল ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই ব্যাটারি একবার চার্জ হতে সময় নেয় মাত্র 3 ঘণ্টা। অন্য দিকে Liger X+ ই-স্কুটারটিতে রয়েছে নন-ডিটাচেবল ব্যাটারি প্যাক, যা মাত্র 4.5 ঘণ্টার মধ্যেই 0-100 শতাংশ চার্জ করতে পারে। আর একটু বেশি খরচ করলে এই স্কুটারের সঙ্গে কাস্টমাররা ফাস্টার চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours