বেঙ্গালুরুতে কলেজের সাততলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবতীর। তাঁর ব্যাগ থেকে মিলেছে একটি ছোট্ট চিরকুট।

সোমবার নিজের কলেজের বিল্ডিংয়ের সাততলা থেকে পড়ে মারা গেলে আইনের এক পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম বাণী বলে জানা গিয়েছে। বয়স ২৩ বছর। তিনি বেঙ্গালুরুর (Bengaluru News) ভিভি পুরমের বিশ্বেশ্বরাপুরা কলেজে আইন নিয়ে পড়াশোনা করতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন এই পড়ুয়া।

এদিকে কলেজের অধ্যক্ষ সুধার মতে, কোনও ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাণী আত্মঘাতী হয়েছে। তিনি বলেন, ‘আজ দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে। সেই সময় আমি বোর্ড মিটিংয়ে ছিলাম। আমি এই ঘটনার কথা জানতে পেরেই আমি সেখানে উপস্থিত হই। আমার মনে হয় কলেজে কোনওরকম সমস্যা হয়নি। আমাদের মনে হয় পারিবারিক ও ব্যক্তিগত কারণেই সে এত বড় পদক্ষেপ করেছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘এই ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। ছাত্রীর ব্যাগ থেকে একটি নোট পাওয়া গিয়েছে। পুলিশের কাছে ওর সব জিনিস দিয়ে দেওয়া হয়েছে।’ এদিকে ভিভি পুরম পুলিশ ছাত্রীর বাবা-মা কে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছে। বাণীর ব্যাগ থেকে উদ্ধার হওয়া নোটের বিষয়ে জানার জন্যই ডেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করার পরই বাণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours