কোন ২৬ জন আর্জেন্টিনার চূড়ান্ত দলে জায়গা পান, সেই আভাস পাওয়ার গিয়েছে কোচের কথায়। সেই দলের তালিকা তৈরি করল


আর মাত্র ১১ দিন। তার পরই কাতারে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। সেই লড়াইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬ নভেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির দল। তাঁর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সাক্ষাৎকার নিয়েছে সে দেশের এক সংবাদমাধ্যম। সেই সাক্ষাৎকারে দলের প্রতি বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি কোন ২৬ জন আর্জেন্টিনার চূড়ান্ত দলে জায়গা পান, সেই আভাস পাওয়ার গিয়েছে কোচের কথায়। সেই দলের তালিকা তৈরি করল

দলের ফুটবলারদের উদ্দেশে স্কালোনি বলেছেন, “দলের ছেলেদের খেলাটা উপভোগ করতে হবে। দলের জার্সি যখন গায়ে উঠবে তখন তার মর্যাদা নিয়েও ভাবতে হবে।” কোনও প্রতিযোগিতার কাছে এসে জিততে না পারলেও তা নিয়ে হতাশ না হওয়ার উপদেশ দিয়েছেন তিনি। বলেছেন, “আমরা যদি খেতাব না জিতি, আর সমর্থকরা কী ভাবছে তা নিয়ে মাথা ঘামাই, সেটা অর্থহীন হবে। এই কাজ মনের ভিতর উদ্বিগ্ন করে তোলে। তা হলে সেরা খেলাটা খেলা যায় না।”

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সে নিয়ে স্কালোনি বলেছেন, “প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কঠিন লড়াই হবে। ইতিবাচক ফল মনোভাব বদলে দেয়। বিপক্ষকে নিয়ে বেশি মাথা ঘামাতে দেয় না।” কোন কোন ফুটবলার জায়গা পেতে পারেন আর্জেন্টিনার চূড়ান্ত দলে দেখে নিন এক নজরে।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুল্লি, ফ্রাঙ্ক আর্মানি

ডিফেন্ডার: নাহুল মলিনা, গঞ্জালো মন্ট্রিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, জন ফয়থ।

মিডফিল্ডার: রডরিগো ডি পল, নিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, গুইদো রগরিগেজ, আলেকজান্ডার গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এক্সিকুয়েল পালাসিওস



লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকুইন করিয়া, অ্যাঞ্জেল স্ট্যাপ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours