আর খোরের আল বায়াত স্টেডিয়ামে আজ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

আজ বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধন। কিছুক্ষণের মধ্যে বল গড়াবে মাঠে। তার আগে দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে ধুমধাম করে শেষ হল এক ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের বিশ্বকাপে অনেক কিছু নতুন রয়েছে। উন্মাদনার কোনও খামতি নেই। মরুদেশে এই প্রথম বার বিশ্বকাপ হচ্ছে বলে, কাতারের (Qatar) যে নিজস্ব সংস্কৃতি তা দেখার জন্য দর্শকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশের সংস্কৃতির সঙ্গে বহির্বিশ্বের মানুষরাও মিলে যায়। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য, স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিড়। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও বিটিএস তারকা জংকুক। এ বার সকলের নজর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে (কাতার বনাম ইকুয়েডর, সময়- রাত ৯.৩০)।

এ বার মঞ্চে হাজির লাইব
এ বার মঞ্চে হাজির হল কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব।

20 Nov 2022 08:27 PM (IST)
আল বায়াত স্টেডিয়ামের কোনায় কোনায় ভেসে বেড়াচ্ছে ওয়াকা ওয়াকা
কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আল বায়াত স্টেডিয়ামের কোনায় কোনায় ভেসে বেড়াচ্ছে ওয়াকা ওয়াকা

20 Nov 2022 08:24 PM (IST)
৩২টি দেশের পতাকা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী
উদ্বোধনী অনুষ্ঠানে এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। স্টেজের মধ্যে একে একে এসে উপস্থিত হল প্রতিটি দেশের জার্সিও! অপূর্ব টেকনোলজির ব্যবহার চোখে পড়ছে।

20 Nov 2022 08:16 PM (IST)
কাতারি সংস্কৃতি ফুটে উঠছে আল খোরে
দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মেতে উঠেছে কাতারি সংস্কৃতির নাচ-গানে।

20 Nov 2022 08:11 PM (IST)
মঞ্চে ফিফা প্রেসিডেন্ট ও কাতারের শাসক
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে হাজির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

20 Nov 2022 08:09 PM (IST)
স্টেডিয়াম ভর্তি দর্শকরা
বিশ্বকাপের উন্মাদনা প্রতিটা মিনিটে উপভোগ করছেন দর্শকরা। স্টেডিয়ামেও দেখা যাচ্ছে তারই ঝলক।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours