গতকাল বিস্ফোরণে উড়ে গিয়েছিল কের্চ সেতুর একাংশ। কয়েক ঘণ্টার মধ্যেই তা পুনর্নির্মাণ করা হয়ে গিয়েছে।


মিসাইল হানায় গতকাল ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী ব্রিজের একাংশ ভেঙে পড়েছিল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে। তবে এই বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে সেই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে যায়। এদিকে ভারতে রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় পুরোটাই পুনরুদ্ধার করা হয়েছে।

ভারতে রাশিয়ার দূতাবাসের তরফে এই সেতু পুনরাদ্ধের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ট্রেন রেল ট্র্যাকের উপর দিয়ে ধীর গতিতে চলে যাচ্ছে। সেই টুইটে দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘সকালের ঘটনার পরই ক্রিমিয়ার সেতুতে আবার চলাচল শুরু হয়েছে। প্রথম ট্রায়াল ট্রেন সফলভাবে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে গিয়েছে।’
গতকাল সকালের দিকেই রাশিয়া অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ রক্ষাকারী কের্চ সেতুর উপর রহস্য়ময় বিস্ফোরণ হয়। রাশিয়ার তরফে জানানো হয়েছে, সেই মিসাইল হানায় সাতটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গিয়েছে। সেই বিস্ফোরণে আগুন ধরে যায় রেললাইনে। কের্চ সেতুর একাংশ উড়ে গিয়ে পড়ে কৃষ্ণ সাগরে। এই বিস্ফোরণে তিনজন মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। এর ফলে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একেবারে। এর ফলে রাশিয়ার বিভিন্ন সামগ্রী সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে ২৪ ঘণ্টা কাটার আগেই সেই সেতু পুনর্নির্মাণ করা হয়। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে পরিষেবা প্রদানকারী গ্র্যান্ড সার্ভিস এক্সপ্রেস জানিয়েছে, সন্ধেবেলা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে দুটি ট্রেন সেখান থেকে গিয়েছে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours