পরে যদিও সেই মন্তব্য অস্বীকার করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এ দিন তিনি বলেন, 'আমার অনেক বান্ধবী রয়েছে। তাঁদের কাছে কত টাকা রয়েছে আমি জানি না। এর খোঁজ করতে হবে।'

বৃহস্পতিবার রাখী বন্ধন উৎসব। সেই উৎসবে সামিল হলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এ দিন, তিনি বলেন, ‘আমার অনেক বান্ধবী রয়েছে। কিন্তু তাঁর মানে তাঁরা কেউ অর্পিতা নয়।’

পরে যদিও সেই মন্তব্য অস্বীকার করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এ দিন তিনি বলেন, ‘আমার অনেক বান্ধবী রয়েছে। তাঁদের কাছে কত টাকা রয়েছে আমি জানি না। এর খোঁজ করতে হবে।’ এরপর তিনি জানান, ‘অর্পিতার মতো বান্ধবী পেলেও আমার কোনও আতঙ্ক তৈরি হবে না। আমি ওই লাইনের লোক নই। আমায় অপছন্দ করে ইডি, সিবিআই।’ এরপর একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘ইডি, সিবিআই কাকে পছন্দ করে সেটা তাঁর কাজের উপর নির্ভর করে। তুমি যদি নর্দমা দিয়ে মাতাল হয়ে হাঁটো তাহলে তুমি পড়ে যাবে। আমি শুধু আমার কাজ করি।’
নিয়োগ কেলেঙ্কারি নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য-রাজনীতি তোলপাড়। গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের ঠিক একদিন পর অর্থাৎ গত ২২ জুলাই অর্পিতার বাড়ি থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা। তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওইদিনই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে পার্থবাবুকে গ্রেফতার করা হয়, পরে গ্রেফতার হন অর্পিতা। অর্পিতা হলেন পার্থ ঘনিষ্ঠ। বিভিন্ন সূত্র মারফত তেমটাই বেরিয়ে আসে। আরও জানা যায়, অর্পিতা পার্থ একাধিক সম্পত্তি রয়েছে। যদিও পার্থবাবু বলেন, এই টাকা তাঁর নয়। পাশাপাশি এও দাবি করেন অর্পিতাকে তেমভাবে চেনেন না তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours