পুলিশ জানিয়েছে, নাবালকের পরিবারের অভিযোগ পাওয়ার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তা দেখেই চিহ্নিত করা হয় অভিযুক্ত মুসা শেখকে। পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে মাদক মামলায় আটক হয়েছিল মুসা।

বাড়ির কাছেই মাঠে খেলছিল ৭ বছরের এক নাবালক। সে সময় তাকে সেখানে দেখতে পান ২৭ বছরের ওই এলাকারই এক যুবক। ওই যুবক ৭ বছরের ছেলেটিকে চকোলেট খাবে কি না জিজ্ঞাসা করেন। চকোলেট খাওয়ার কথা শুনে না বলেনি সে। তখন ওই যুবক তাঁর সঙ্গে নিয়ে যায় নাবালককে। তখন ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ৭ বছরের ছেলেকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার পর তাকে ফেলে পালিয়ে যায় সেখান থেকে। বাড়ি এসে মাকে ঘটনার কথা জানায় নাবালক। তার পর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই নাবালকের পরিবার। এর পর সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্প্রি ছিনছাড় জেলায়।

পুলিশ জানিয়েছে, নাবালককে ধর্ষণে অভিযুক্ত যুবকের নাম আলিম মুসা শেখ। ধর্ষণের অভিযোগ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৭ (অপহরণ), ৩৭৭ (অস্বাভাবিক যৌনতা) এবং ৫০৬ (অপরাধমূলক কাজ) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ছাড়া পকসো (প্রোটেকশন অব চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স) আইনেও মামলা দায়ের করেছে।

পুলিশ জানিয়েছে, নাবালকের পরিবারের অভিযোগ পাওয়ার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তা দেখেই চিহ্নিত করা হয় অভিযুক্ত মুসা শেখকে। পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে মাদক মামলায় আটক হয়েছিল মুসা।

দিন কয়েক আগে মহারাষ্ট্রের পুণেতে ১৫ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ৩৫ বছরের বাসচালকের বিরুদ্ধে। ওই বাসচালকের বাসে করেই স্কুলে যেতেন ওই নাবালিকা ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে বাসচালক ডাকেন ছাত্রীকে। পরিচিত বাসচালকের ডাকে তাঁর সঙ্গে গিয়েছিলেন ওই নাবালিকা। তখনই তাকে একটি ভগ্নপ্রায় বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours