শুরুতেই উত্তরবঙ্গে চাগিয়ে খেলেছে বর্ষা। তবে এই মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে উত্তরের জেলাগুলির আবহাওয়া। প্রবল গরমে পুড়ছে জলপাইগুড়ি থেকে কোচবিহার কিংবা মালদহ। গরমে মৃত্যুর খবর পর্যন্ত আসছে। বেলায় স্কুলে যেতে গিয়ে একেবারে নাজেহাল কচিকাঁচারা। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে যাতে সকালে স্কুল করানো হয়, রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি চিঠিতে লেখেন, ‘যে কোনও দেশের ভবিষ্যৎ তাদের পড়ুয়ারা। শিক্ষাদান তাদের মৌলিক অধিকার। তাদের তা দেওয়াও উচিৎ। কিন্তু গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রীতিমতো তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় প্রাথমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। এক পড়ুয়া গরমে মারা গিয়েছে বলেও খবরে পড়েছি। যদি প্রাথমিক বা সেকেন্ডারি পড়ুয়াদের ক্লাস সকালে নেওয়া যায় খুব ভাল হয়।’

আষাঢ়ের আকাশে আশ্বিনের মেঘ। বর্ষার আবহাওয়ায় যেন গ্রীষ্মের ছাপ। গরমে কার্যত ফুটছে উত্তরবঙ্গ। প্রবল গরমে নাজেহাল শিলিগুড়ি। গরমে ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি। অসুস্থ হয়ে শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। বর্ষার মধ্যে হঠাৎই এমন তাপের দাপট উত্তরে। মার্চ থেকে টানা বৃষ্টিতে ভাসছিল উত্তরবঙ্গ। জুলাইয়ে বৃষ্টি কমতেই তাপমাত্রা চড়তে শুরু করেছে। এমন আবহাওয়ায় জন্য মোটেই প্রস্তুত ছিলেন না কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours