অবশেষে বাড়ি ফিরছে রঘুকুমার (34), বিহারের শাহরশা জেলার টোটি পাটোয় গ্রামের বাসিন্দা।
প্রায় দুই মাসের ও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন, গত কয়েকদিন আগে নামখানা থানার মদনগঞ্জ গ্রামের দেবদুলাল মণ্ডল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিও কে জানান ওই ব্যক্তির কথা, হ্যাম রেডিও-র প্রতিনিধি পেশায় শিক্ষক দিবস মন্ডল গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন কিছু তথ্য সংগ্রহ করেন, তারপর খোঁজ শুরু হয় হ্যাম সদস্যদের মাধ্যমে, অবশেষে মেলে বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের সঙে কথা বলে জানা যায়, কাজের জন্য উনারা থাকতেন মহারাষ্ট্রে,একদিন দেশের বাড়িতে ফিরবেন বলে পথ ভুলে চলে আসেন নামখানায়, স্থানীয় বাসিন্দারা গত কয়েকদিন আপন করে রেখেছিলেন রঘুকুমার কে, তারাও আজ খুশি, সুন্দরবন পুলিশ, নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, হ্যাম রেডিও, ও স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন তার দাদা জাবাহার।


Post A Comment:
0 comments so far,add yours