বাংলাদেশে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দান বাক্স খুলে পাওয়া গেল ৩ কোটি ৭৮ লাখ টাকা। প্রতি তিন মাস পরপর দান বাক্সগুলো খোলা হলেও করোনার কারণে ৪ মাস ছয় দিন পর শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয়। দান বাক্সগুলো থেকে পাওয়া ১৫ বস্তা টাকা দিনভর গণনা করা হয়। গণনা শেষে এবার রেকর্ড ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়ার কথা জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম 

টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজসহ অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে সর্বশেষ গত বছরের ৬ নভেম্বর পাগলা মসজিদের ৮টি দান বাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং সেইসাথেই বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours