উপপ্রধান খুনের পরে হামলায় মৃত্যু হয়েছে তাঁর মায়ের। মৃতদেহ শনাক্ত করতেও যেতে পারেননি। তাঁকেও এ বার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মৃত মিনা বিবির মেয়ে মফিজা বিবি।

অভিযোগ পেয়ে রামপুরহাট থানা মফিজা বিবির সুরক্ষার জন্য তাঁর শ্বশুরবাড়িতে পুলিশি পাহারার ব্যবস্থা করেছে।

ঘটনার রাতে বহটুই গ্রামে প্রথম ফটিক শেখের বাড়িতে আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ। তাতেই মারা যান তাঁর স্ত্রী মিনা বিবি। তাঁদের মেয়ে মফিজার বিয়ে হয়েছে স্থানীয় দখলবাটি গ্রামে। ঘটনার দিন মফুজা মুম্বইয়ে ছিলেন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে আসার দিন মফিজা বিবি মুম্বই থেকে গ্রামে আসেন। ওই দিনই শ্বশুরবাড়িতে চলে যান। তার পরেই তাঁকে চন্দনকুন্ঠা, দখলবাটি, বগটুই গ্রাম থেকে ফোন করে হুমকি দেওয়া হয় জানিয়ে মফিজা বিবি শুক্রবার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তত্‍পর হয়ে মফিজার শ্বশুরবাড়িতে পাহারার ব্যবস্থা করে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours