রাজ্য তথা দেশ থেকে যখন প্রায় বিদায়ের পথে হাঁটছে ওমিক্রন। সেই সময় আরও একটি আতঙ্ক হানা দিচ্ছে ভারতে। এর মধ্যেই আজ ১৫ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিনোদন জগত্‍ থেকে বিদায় নিলেন বিখ্যাত এই সঙ্গিত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার ১৫ই ফেব্রুয়ারী দীর্ঘ লড়াইয়ের পর প্রায়ত হলেন এই বিখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল আজ বিকেলেই। কিন্তু শেষ রক্ষা হল না। নিভে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা। ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলার সংগীত জগত হারালো তাদের কন্ঠস্বর।৯০ বছর বয়সে প্রায়ত হলেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ১৫ই ফেব্রুয়ারী শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার সংগীত জগতের শেষ স্বর্ণযুগের শিল্পী, এমনটাই জানাগিয়েছে হাসপাতাল সূত্রে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours