ইতিমধ্যেই ইউক্রেনের (Russia-Ukraine War) দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ (Kharkiv) দখলের জন্য রাস্তায় নামেছে রুশ সেনা। যদিও জায়গা ছাড়তে রাজি নয় ইউক্রেনও। রাস্তাতেও চলছে অবিরাম গুলিবর্ষণ। এই পরিস্থিতিতে যুদ্ধে দুর্দশাগ্রস্থ‌ সাধারণ মানুষের জন্য দরজা খুলে দিল ইউক্রেনের ইসকন (ISKCON Temple) কর্তৃপক্ষ।ইউক্রেনে ইসকনের ৫৪টিরও বেশি মন্দির রয়েছে। সবকটি মন্দিরই যুদ্ধে ক্ষতিগ্রস্থ ও ঘরছাড়াদের জন্য খুলে দেওয়া হয়েছে। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস শনিবার জানিয়েছেন, ইসকনের ভক্তরা মন্দিরগুলিতে যুদ্ধে আশ্রয় নেওয়া পরিবারগুলির সেবা করছে। মন্দিরগুলি এখনও নিরাপদ রয়েছে। দুর্দশাগ্রস্তদের সেবা করার জন্য ইসকন প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিস্থিতিতে মন্দিরের দরজা সকলের জন্য খোলা। তিনি আরও জানিয়েছেন, জীবনের এই কঠিন সময়ে ইতিবাচক থেকে শুধু নিজের নয়, অন্যদের জীবন রক্ষা করতেও আমাদের ভক্তরা এগিয়ে যাচ্ছেন। অতীতেও চেচনিয়া যুদ্ধের সময় ইসকনের ভক্তরা দুর্দশাগ্রস্তদের সেবা করেছিলেন। বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা ফ্ল্যাটে আটকে ছিলেন। তখন তাঁদের দেখভাল করার কেউ ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে, ইসকন ভক্তরা মানুষের কাছে পৌঁছেছে। এমনকি যুদ্ধের সময় সেবা করতে গিয়ে অনেক ভক্তের মৃত্যুও হয়েছে। এই কঠিন সময়ে ওইভাবেই ভক্তরা ইউক্রেনের যুদ্ধ অঞ্চলে আটকে পড়া মানুষের সেবায় কাজ করছেন। এদিকে, কিয়েভের হরে কৃষ্ণ মন্দিরের ভক্ত রাজু গোপাল দাস শহরের পরিস্থিতি নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি বলেছেন, তিনি বলেন, '‌ভক্তদের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল। সবাই ভীত ও বিরক্ত। আমরা ভক্তদের জন্য মন্দিরে থাকার ব্যবস্থা করেছি। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours