তৃণমূলের এজেন্ট পরিচয় দিয়ে বহিরাগতের তাণ্ডব। কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার যুবক। ঘটনা কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের। তৃণমূল প্রার্থীর দাবী, এই পোলিং এজেন্ট তাদের নয়, প্রশাসন সঠিক কাজ করেছে।

তৃণমূলের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দিয়ে বুথ থেকে বিজেপি এজেন্টকে বের করে দেন ওই যুবক বলে অভিযোগ।১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী টুম্পা দে'র অভিযোগ, সকাল থেকেই ওই যুবক তাণ্ড‌ব চালাচ্ছে, তাদেের এজেন্টকে বার বার বুথ থেকে বের করে দিচ্ছে। ছাপ্পা দেওয়ার জন্যই যুবক ভেতরে বসে ছিল বলে অভিযোগ করেন তিনি। এমনকি আকণ্ঠ মধ্যপান করেছিল ওই যুবক, দাবী বিজেপি প্রার্থীর।


বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, পুলিশ প্রথমে ওই যুবককে ওখানেই বসিয়ে রেখেছিল। পরে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে তাকে গ্রেফতার করে।


অন্যদিকে এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর দাবী, এই যুবক তাদের পোলিং এজেন্ট নয়। এমন কোনও লোকের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। পুলিশ তাকে গ্রেফতার করে সঠিক পদক্ষেপ করেছে। প্রাথী বলেন, 'আমি শান্তির প্রতীক, ভোট শান্তিপূর্ণ ভাবেই করতে দিতে হবে।'

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours