পড়ুয়াদের স্কুলে ফেরাতে কতটা মরিয়া প্রশাসন, তার নজির মিলল বীরভূমে। স্কুলের মাঠ নেই, তাই প্রাথমিক শিক্ষা সংসদের ভবন চত্বরে বসেছিল পাড়ায় শিক্ষার আসর। সিউড়ির বিদ্যাসাগর ভবন এলাকার প্রায় ৭০ জন খুদে পড়ুয়া হাজির হয়েছিল সেখানে। সেখানেই পড়াশোনাকে আরও আকর্ষণীয় করতে পড়ার মাঝে ছিল খেলার আয়োজন।শুধু তাই নয়, সেই খেলার সময়ে পড়ুয়াদের সঙ্গে ছু কিত কিত খেললেন বীরভূমের জেলাশাসক বিধান রায়!স্যুট-কোট পরা জেলাশাসককে এক পায়ে মাঠে ছুটতে দেখে অবাক হয়ে যায় খুদেরা। তবে তাতে তাদের খেলার উদ্যম কিন্তু বেড়ে যায় অনেকখানি।

ঘটনাস্থলে উপস্থিত বড়রাও জেলাশাসককে এমন ভূমিকায় দেখে আপ্লুত হয়ে পড়েন। কচিকাঁচাদের সঙ্গে এদিন ছু কিত-কিত খেললেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েকও। এ যেন তাঁদের কাছেও হারানো ছেলেবেলা ফিরে পাওয়া।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours