রাজ্য সরকারের নির্দেশে সোমবার থেকেই রাজ্যজুড়ে চালু হয়েছে 'পাড়ায় পাড়ায় স্কুল'। দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পাড়ায় পাড়ায় মাঠে কিংবা খোলা প্রাঙ্গনে চালু হয়েছে স্কুল। আর সেই স্কুলে যোগ দিতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আরামবাগেদীর্ঘদিন পর স্কুল বসছে, তাই বাড়তি উদ্দীপনা নিয়ে পড়াতে হবে এই মেজাজেই খুশিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের শিক্ষক আক্কাস আলি মল্লিক। কিন্তু স্কুলে যাওয়ার আগেই পথেই ইতি হল যাত্রার। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর এলাকায়

সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসুচি। সেইমতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে সময়মতো বেরিয়েছিলেন আরামবাগের বসন্তপুর এলাকার স্কুল শিক্ষক আক্কাস আলি মল্লিক। বাইকে তাঁর সঙ্গে ছিলেন সহকর্মী। সেই সময় দ্রুত স্কুলে যাওয়ার হিড়িকে একটি বালি বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়েছিলেন আক্কাস আলি। তখনই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে তারপরেই সেই আঘাতে ছিটকে পড়েন দু'জনেই। যার ফলে আক্কাস ওই লরির চাকায় পিষ্ট হয়ে যান। তাঁর অপর এক সঙ্গী মারাত্মক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত শিক্ষক খানাকুলের ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ছিলেন। তাঁর অপর সহকর্মী ভর্তি রয়েছেন হাসপাতালে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours