বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ওপর হামলার অভিযোগ। মঙ্গলবার টিটাগড় বড়ো মসজিদের কাছে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানেই তার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার টিটাগড়ের বড়ো মসজিদের কাছে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী।সেখান থেকে বেরিয়ে আরও একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। কিন্তু তাঁর নিরাপত্তারক্ষী থাকার কারণে দুষ্কৃতীরা রাজ চক্রবর্তীর ওপর হামলা চালাতে ব্যর্থ হয়, এরপর দুষ্কৃতীরা তাঁর নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করে। তত্‍ক্ষণাত্‍ তৃণমূল কর্মীরা জড়ো হলে একটুর জন্য প্রাণে বাঁচেন বিধায়ক রাজ চক্রবর্তী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।


এরপরই এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনার মানস কুমার ভার্মা, ব্যারাকপুর পুলিশ কমিশনার জয়েন্ট অজয় ঠাকুর, খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এর পরেই সেখানে উপস্থিত হন বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কামারহাটির বিধায়ক মদন মিত্র।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours