পরিত্যক্ত মিলিটারি ক্যাম্প ঘিরে ভূতের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুরে রয়েছে প্রাচীন একটি মিলিটারি ক্যাম্প। স্বাধীনতার পরই তৈরি হয় ওই ক্যাম্প। একটা সময় জওয়ানরা থাকলেও বহুদিন আগে তাঁদের আসা যাওয়া বন্ধ হয়েছে। পরবর্তীতে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের রাখা হত সেখানে।

কিন্তু বছর ২০ আগে সেই পাটও উঠে গিয়েছে। এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিলিটারি ক্যাম্পটি। ভরতি করে রাখা খড়। বারান্দায় ঘুরে বেড়াচ্ছে গরু। ভাঙ্গা জানলা, দরজা। আর এই পরিত্যক্ত ক্যাম্পই দেগঙ্গাবাসীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, সূর্য ডুবতেই নানারকম আওয়াজ ভেসে আসে ওই বাড়ি থেকে। কখনও মনে হয় কেউ চিত্‍কার করছে। কখনও পাওয়া যায় ধান ঝাড়ার শব্দ। মাঝরাতে কখনও স্থানীয়রা শুনতে পান পুকুরে ঝাঁপ দেওয়ার শব্দ। আচমকা জানলা-দরজা বন্ধ হওয়ার শব্দও শোনা যায়। কখনও আবার শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ। যা রীতিমতো ঘুম উড়িয়েছে স্থানীয়দের।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours