লস্কর-ই-তইবা জঙ্গিরাও রয়েছে নিহতদের মধ্যে। সন্ত্রাসদমনের উদ্যোগেই গত রাতে পুলওয়ামা এবং বুদগামে হানা দেয় পুলিশ। ১২ ঘণ্টায় মোট ৫ জনকে খতম করে তারা। প্রত্যেকেই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত, জানিয়েছে সে রাজ্যের পুলিশ। একজন পাকিস্তানি জঙ্গিও নিহত হয়েছে। এই অপারেশনকে জম্মু ও কাশ্মীর পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। টুইট করে জম্মু কাশ্মীর পুলিশ এই অপারেশনের জানিয়েছে। সেখানেই দাবি করা হয়েছে একজন জইশ কমান্ডার এবং পাকিস্তানি জঙ্গিও খতম হয়েছে গতকাল। 'এটা আমাদের বড় সাফল্য', বলেছে জম্মু কাশ্মীর পুলিশ। নিহতদের কাছ থেকে একগুচ্ছ অস্ত্রশস্ত্রও পাওয়া গেছে। গত মাসেও উপত্যকার বিভিন্ন অঞ্চলে এক ডজনের বেশি অভিযান চালিয়েছিল পুলিশ। খতম হয়েছে বাইশের বেশি জঙ্গি।
Post A Comment:
0 comments so far,add yours