আগামী মাস থেকে শুরু হতে চলেছে সিপিএমের জেলা সম্মেলন প্রক্রিয়া। সিপিএম সূত্রের খবর, তালিকায় প্রথম নাম দার্জিলিং জেলার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দু'দিনের সম্মেলন হবে উত্তরের ওই জেলার। ডিসেম্বর ও জানুয়রি, দু'মাস ধরে চলবে জেলা সম্মেলনের পর্ব। তার পরে আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি কলকাতায় রাজ্য সম্মেলন।

কলকাতা জেলা সিপিএমের দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনের প্রেক্ষাগৃহেই গত দু'বারের মতো এ বারও রাজ্য সম্মেলন হবে। রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশ হবে কি না, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। জেলাগুলিও পরিস্থিতি বুঝে জেলা সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম যেমন জয়নগরে জেলা সম্মেলন উপলক্ষে সমাবেশ করবে বলে ঠিক করেছে। আবার কলকাতা জেলা সিপিএম সমাবেশের পথে যাচ্ছে না। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ''ডিসেম্বরে প্রথমে কলকাতা ও হাওড়ার পুরভোট এবং পরে অন্যান্য পুরসভার নির্বাচন হতে পারে। পুরভোটের সময়সূচি অনুযায়ী জেলা সম্মেলনের দিনক্ষণ অদল-বদল করতে হতে পারে, এমনই ধরে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।'' মূলত পুরভোটের প্রস্তুতি এবং সম্মেলন-পর্ব নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর রাজ্য কমিটির বৈঠক ডেকেছে সিপিএম।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours